
IELTS এর ৪টি দক্ষতার মধ্যে ‘Listening skill’ খুবি গুরুত্বপূর্ন একটি অংশ। যেহেতু আমরা ইংরেজী ভাষা সচরাচর ব্যবহার করি না তাই লেখা বা পড়ার ক্ষেত্রে এগিয়ে থাকলেও ইংরেজী বলা ও শোনার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে থাকি আর একারনেই আমরা অনেক ক্ষেত্রে কাংক্ষিত IELTS Band Score অর্জন করতে পারি না।
এই লেখাতে কিভাবে ‘Listening skill’ বাড়ানো যেতে পারে তার কিছু টিপস ও কি ধরণের Study Materials ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে সাজেশন দেয়া হয়েছে। তাই ধৈর্য ধরে সম্পূর্ন লেখাটি পড়ুন, আপনার কাজে লাগবে।
Listening skill চর্চার জন্য যা যা করবেনঃ
‘Ei, hi yo du-ing?’:
শুরুটা এত ইনফর্মাল হলেও ভর্কে যাবার কারন নেই। ইংরেজী একটি আন্তর্জাতিক ভাষা হবার কারনে সব অঞ্চলের মানুষ বিশুদ্ধ উচ্চারণে কথা বলে না। পরীক্ষার মধ্যেও এই এক্সেন্টের বৈচিত্রতার উপর গুরুত্ব দেয়া হয়। তাই বিভিন্ন এক্সেন্টের ইংরেজী শোনার উপর গুরুত্ব দিন।
এ জন্য কেবল বিবিসি না শুনে বিভিন্ন ধরনের ইংলিশ টিভি শো দেখতে পারেন। রিয়েলিটি শো এক্ষেত্রে ভাল হেল্প করতে পারে। কারন এতে বিভিন্ন এলাকার মানুষ থাকে এবং নিজেদের এক্সেন্টেই কথা বলে।
এক শটে পুরোটাঃ
যখন বাসায় প্রাক্টিস টেস্ট দিবেন তখন একবারে শুনে টেস্ট দেবার চেস্টা করুন। কারন মূল পরীক্ষাতেও আপনাকে অডিও একবারই শোনার সুযোগ দেয়া হবে। শোনার সময় প্রশ্নশিট সাথে রাখুন এবং ‘key word’ গুলোর নিচে দাগ দিয়ে রাখুন। পরবর্তীতে শোনার সময় এই শব্দগুলোর উচ্চারণ ভালভাবে শুনুন।
নিজের পছন্দকে গুরুত্ব দিনঃ
নিজের পছন্দের বিষয়ের উপর ইংলিশে কিছু শুনুন। হতে পারে সেটা ফুটবল বা ক্রিকেট কমেন্ট্রি, ফানি পডকাস্টিং অথবা মোটিভেশনাল স্পিচ। আপনি যখন নিজের পছন্দের বিষয়ে ইংলিশে শুনবেন সেটা আপনার Listening skill আরো বাড়াতে সাহাজ্য করবে।
অডিও স্ক্রিপ্ট ফলো করুনঃ
বই থেকে বা ইন্টারনেট থেকে কোন টেস্ট প্রাক্টিস করার সময় স্ক্রিপ সহ অডিও আছে এমন টেস্ট সিলেক্ট করুন। স্ক্রিপ্টে সম্পূর্ণ অডিওটি স্ক্রিপ্ট আকারে লেখা থাকে। স্ক্রিপ্ট দিয়ে অনেকগুলো কাজ করা যায়-
ক) প্রথমে অডিও শুনে নোট নিন। এরপর স্ক্রিপ্টের সাথে মিলিয়ে দেখুন বানান, বাক্য এবং সম্পূর্ণ অডিওটি কতটুকু বুঝে করেছেন।
খ) স্ক্রিপটি পড়ুন এবং ভয়েস রেকর্ড করুন। এরপর অডিওর সাথে মিলিয়ে দেখুন আপনার উচ্চারণ কতটুকু সঠিক ছিল? আপনিকি ঠিক অডিও ভয়েসটির মতই উচ্চারণ মিলিয়ে রিডিং পড়েছেন?
গ) অডিও শোনার সময় স্ক্রিপ্ট মিলিয়ে শুনুন। এটা শব্দের উচ্চারণ আর ‘key word’ গুলো বুঝতে সাহায্য করবে। খেয়াল করে দেখুন কি ওয়ার্ডগুলো কতটা স্পস্ট আর জোরদিয়ে উচ্চারণ করছে অডিওতে।
দৈনন্দিন জীবনে ব্যবহারঃ
ইংলিশ কোন টেস্ট না যে পাশ দিতে পারলেই ঝামেলা শেষ। IELTS আপনার ইংলিশে দক্ষতা-জ্ঞান সব কিছুই যাচাই করবে। তাই চেস্টা করুন বাস্তব জীবনে যতটা পারা যায় ইংলিশ ব্যবহার করতে। হোক সেটা চ্যাটিং করা, ইমেল করা, কোন বিষয়ে কারো সাথে আলোচনা করা এমনকি অনলাইন শপে কল দিয়ে কোনকিছু অর্ডার করা। গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ আছে যা দিয়ে আপনি নিজের আইডেন্টিটি ডিসক্লোস না করে ইংলিশে কথা বলার জন্য স্পিকিং পার্টানার খুজতে পারেন এবং কথা বলতে পারেন।
ইংলিশে ভাবুনঃ
অনেক ভাষাবিদই এ বেপারে একমত যে, ভাষা শেখার ক্ষেত্রে যদি সে ভাষাতেই চিন্তা করা শুরু করেন তবে ভাষাটি দ্রুত শিখতে পারবেন। বিষয়টা বোঝা খুব সহজ, আপনি যদি কোন কিছু ইংলিশে বলেতে চান আর মনেমনে প্রথমে কথাটাকে বাংলায় সাজিয়ে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলা বা ইংলিশটাকে মনেমনে বাংলা করে তারপর প্রশ্নের উত্তর দিতে চান, তো অনেক সময় লাগে। লিসেনিং পরীক্ষার সময় মনে মনে ট্রান্সলেট করে উত্তর দেবার এত সময় পাবেন না। তাই মনে মনে যাই ভাবুন, ইংলিশে ভাবুন।
বই ও অডিও প্রাক্টিসঃ
Listening Skiil অনুশীলনের জন্য এমন বই বা অনলাইন মেটেরিয়াল নিন যা বিভিন্ন অথেনটিক পাবলিকেশন থেকে প্রকাশিত, যেমন Cambridge, Collin’s, Barron’s ইত্যাদি। কারণ এই সব পাবলিকেশনের বই বা অনলাইন কোর্সগুলো প্রকৃত পরীক্ষার আদলেই সাজিয়ে থাকে।এগুলোতে আলাদা ভাবে pronunciation ও vocabulary এর উপর গুরুত্ব দেয়া হয়। বিভিন্ন business topics এর উপর নেটিভ ও নন-নেটিভ বক্তাদের কথোপোকথন থাকে। অডিও মেটেরিয়াল গুলোর সাথে স্ক্রিপ্ট দেয়া থাকে ধরে ধরে অনুশীলন করার জন্য। প্রত্যেকটা অধ্যায় কিভাবে ধাপে ধাপে অনুশীলন করবে তার উপর নির্দেশনা দেয়া থাকে আর সে অংশগুলোতেই ফোকাস বেশি করা হয় যেখানে শিক্ষার্থিদের সব থেকে বেশি গাইডেন্সের দরকার হয়।
বাজারে অনেক বই থাকলেও নিচের বই গুলো আপনার লিসেনিং প্রাক্টিসে সবথেকে বেশি কাজে আসবে। যাদের বিশেষত লিসেনিং এ দুর্বলতা বেশি তাদের জন্য এই বই গুলো কাংক্ষিত IELTS Band Score এনেদিতে বেশি সাহাজ্য করবে।
‘Study Material’ পেতে নিচের লিংকে ক্লিক করুন-
https://boibuddy.com/product-tag/ielts-listening/

Awesome sir suggestion
Thank you for appreciation, more is coming!! Do visit the Blog.